সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দিল গণমুক্তি পরিষদ

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকেই সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হচ্ছে। মানুষ এখন কথা বলতে চাইছে। কিন্তু মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। বৃহস্পতিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুইমধু ৭ জনাল অফিসে জিএমপি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দিয়ে এই কথা বললেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া।

তিনি বলেন, দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এ ডিসি এলাকায় ১২৫ তম সংবিধান সংশোধন করা, ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করা, প্রতিশ্রুতি অনুযায়ী ২০০ দিনের কাজ নিশ্চিত করা। মিছিলটি চাকমাঘাট মুক্ত মঞ্চের সামনে থেকে শুরু হয়ে সাব জোনাল অফিসের সামনে যায় এবং সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জি এম পি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া ছাড়াও জি এম পি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, জিএমপি তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক অরুন দেববর্মা এবং সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ। সেখান থেকেই পাঁচজনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা সদস্য ধনঞ্জয় দেববর্মা, অঞ্জলি দেববর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে দেন।