অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: অবৈধভাবে পাচারকালে ১২ টি গরু সহ দুটি বলেরো পিকআপ গাড়ি আটক করলো জনতা। পরে পানিসাগর থানার হাতে তুলে দেওয়া হয় গাড়ি সহ গরুগুলিকে। ঘটনা শুক্রবার সকাল সাতটা নাগাদ পানিসাগর থানাধীন দেওছড়া স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে দেওছড়া স্কুলের পেছনে গরু সহ দুটি বোলেরো গাড়ি আটক করে স্থানীয় জনগণ। সেখানে দুটি গাড়ির চালকের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে স্থানীয়রা।
এতে একটি গাড়ি ভাঙচুর সহ এক গাড়ি চালককে বেধড়ক মারধোর করে। পরে পরিস্থিতি সামাল দিতে পানিসাগর থানায় খবর দেওয়া হলে ছুটে আসে পুলিশ। এদিকে খবর দেওয়া হয় পানিসাগর দমকল কর্মীদের।পুলিশ ও দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ঘটনা সামাল দেয় এবং আহত গাড়ি চালককে উদ্ধার করে পানিসাগর মহাকুমা হাসপাতাল নিয়ে যায় দমকল কর্মীরা। পরে বারোটি গরু সহ দুটি গাড়ি পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান থানার ওসি।
অপরদিকে অপর এক গাড়ি চালক অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে গরু সহ গাড়ি দুটি পানিসাগর থানার হেফাজতে রয়েছে। পুলিশ নিজে থেকেই সমুটো মামলা রুজু করে ঘটনার তদন্তে নামবে বলে জানা যায়। এবং গরুগুলি অবিলম্বে গোশালায় হস্তান্তর করা হবে।