অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: আগামী ২১ ডিসেম্বর রাজধানীর নেতাজি প্লেস সেন্টার প্রাঙ্গন মাঠে আয়োজিত হতে চলেছে পেটুক ৩.০ সমাবেশ। এবছর তৃতীয় তম এই সমাবেশ উদ্বোধন হতে চলেছে আগামী ২১ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পেটুক সমাবেশ। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ব্যস্ততার কারণে উদ্বোধনের দিন উপস্থিত থাকতে পারবেন না।
দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শুক্রবার নেতাজি প্লে ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন চেয়ারম্যান রক্তিম সাহা। তিনি আরো জানিয়েছেন এবছর মোট ৪৩ টি স্টল অংশ নিতে চলেছে। পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন খাবারের সমাবেশ হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।