অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: শুক্রবার আগরতলা স্থল বন্দরে বিজিএফ আবাসনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিজিএফ আবাসনের ভার্চুয়াল উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবি -র প্রশংসা করেন। বক্তব্য রেখে তিনি বলেন গত ৬১ বছরের গৌরবশালী ইতিহাসে সেবা, সুরক্ষা এবং বন্ধুত্ব সামনে রেখে রাষ্ট্র সেবা, রাষ্ট্রভক্তি এবং রাষ্ট্রে নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছে এসএসবি।
১৯৬৩ সালে এস এস বি স্থাপনের পর থেকে সীমান্তের গ্রামগুলিকে ভারতের সাথে জুড়ে দিয়েছে। নেপাল ও ভুটান সীমান্তের ২৪৫০ কিলোমিটার এলাকা জুড়ে এসএসবি দায়িত্ব পালন করে চলেছে। বিশেষ করে নেশা পাচারকারী, মানব পাচারকারী এবং দেশ বিরোধীদের বিরুদ্ধে তারা জবাব দিয়ে চলেছে। পাশাপাশি তারা বৈরী সমস্যা সমাধান করতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বিহার এবং ঝাড়খণ্ডের বলি সমস্যা সমাধান করেছে।
দেশের নিরাপত্তার স্বার্থে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আগামী দিনেরও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগরতলা স্থল বন্দরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার কাস্টম সুশান্ত সহ বিএসএফের অন্যান্য আধিকারিক।