অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কে বাইক ও ১২ চাকার লড়ি মধ্যে সংঘর্ষে মৃত ১। গুরুতর আহত আরও এক জন। জানা যায় বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কের সুকুমার বর্মন মেমোরিয়াল হেলথ সেন্টারে সামনে শুক্রবার বিকালে ১২ চাকার লরি ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর ভাবে আহত হয় বাইক আরোহী। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে মেলাঘর দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে সুকুমার বর্মন মেমোরিয়াল হেলথ সেন্টারে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক আরোহীকে আশঙ্কার জনক অবস্থায় মেলাঘর হাসপাতালে রেফার করে দেন। তবে আহত ও নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি। দুর্ঘটনাগ্রস্থ বাইকটির নাম্বার প্লেট নেই। অপরদিকে ঘাতক ১২ চাকার লরিটিকে মেলাঘর পেট্রোল পাম্প এলাকায় আটক করেন জনগণ।
মেলাঘর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে। এইদিকে মেলাঘর হাসপাতাল থেকে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক। মেলাঘর থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে আহত ও নিহত ব্যক্তির বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট এলাকায়। এদিকে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা বাজারে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক। জানা যায় বিশ্রামগঞ্জ বাজারের নিচে সমতল আমতলী ভিলেজের কড়ইমুড়া বৈরাগী পাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক কাজল দেববর্মা স্কুল শেষ করে ইটভাট্টা বাজারে তার TR-01R-9582 নাম্বারের বাইক ঘুরিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় উদয়পুর থেকে আগরতলাগামী TR-03H-9232 নাম্বারের একটি রয়েল এনফিল্ড বাইক কাজল দেববর্মার বাইকে ধাক্কা মারে।
এতে বাইক থেকে ছিটকে পরে আহত হন কাজল দেববর্মা। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা আহত কাজল দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কাজল দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। চিকিৎসক জানান আহত কাজল দেববর্মার মাথা ও পায়ের হাঁটু সহ শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাই ওনাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। এইদিকে ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ রয়েল এনফিল্ড বাইকের চালক জুটন মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়।