অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর ২০২৪ : আইজিএম হাসপাতালে মায়েদের ল্যাপরোস্কপিক লাইগেশন বা বন্ধ্যাত্বকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ ২০ ডিসেম্বর ২০২৪ আইজিএম হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ সার্জনগণ উক্ত অস্ত্রোপচার করেন।
এই অস্ত্রোপচারে ছিলেন আইজিএম হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সার্জন ডাঃ দেব দুলাল দাস, অ্যানেস্থলোজিস্ট ছিলেন ডাঃ সোমেন্দ্র দেববর্মা ও ডাঃ অনুপ কুমার নাহা। তাছাড়া উক্ত অস্ত্রোপচারে নার্সিং অফিসার ছিলেন দীপ্তি গোপ, অপর্ণা দেব। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।