অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর ২০২৪ : প্রবীণ ও বয়স্ক বিছানায় শয্যাশায়ী রোগীদের প্যালিয়েটিভ কেয়ারের অধীন স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। গত ১৯ ডিসেম্বর ২০২৪ এরকমই ধলাই জেলার বিমল সিনহা মেমোরিয়েল মহকুমা হাসপাতালের অন্তর্গত তিরুবামছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীন শ্রীরামপুর এডিসি ভিলেজ এলাকার আনন্দবাজার পাড়ার রাজলক্ষ্মী দেববর্মা(৫৫)শয্যাশায়ী এক বয়স্ক মহিলার বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা।
তিনি দীর্ঘ দিন যাবৎ উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন এবং কিছুদিন আগে উনি স্ট্রোকে (সিভিএ) আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিলেন। তিরুবামছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার দ্বীপজ্যোতি চৌধুরী এবং আশাকর্মী জ্যোৎস্না দেববর্মা উনার বাড়িতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন।স্বাস্থ্যকর্মীরা রোগীনির রক্তচাপ এবং সুগার লেভেল পরীক্ষা করেন এবং রোগীর পরিবার পরিজনদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।পাশাপাশি রোগীনির যত্ন নেওয়া, খাওয়া-দাওয়া,সময়মতো স্বাস্থ্য পরীক্ষার করানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।