অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর ২০২৪ : সাব্রুম মহকুমায় গত ১৯ ডিসেম্বর কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয়ের সূচনা হয়েছে। মহকুমার পোয়াংবাড়ি ব্লকের কৃষ্ণনগর পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয়ের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
এই ধান ক্রয় কেন্দ্রে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ক্রয় করা হবে। এই ধান ক্রয় কেন্দ্রে ৯০০ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য দীপক মজুমদার, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রাজীব দাস, পোয়াংবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক জিতেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
তেলিয়ামুড়া মহকুমায় আগামী ২৬ ডিসেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা হবে। এই কর্মসূচিতে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহকুমার কল্যাণপুর ব্লকের দাওছড়া বাজারে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা হবে।
তাছাড়া ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তেলিয়ামুড়া ধান বাজারে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা হবে। এই দুই ধান ক্রয় কেন্দ্রে প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৫০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন। প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ক্রয় করা হবে। ধান বিক্রয়ে ইচ্ছুক কৃষকদের নিকটবর্তী কৃষি কার্যালয়ে নাম নথিভুক্ত করার জন্য তেলিয়ামুড়া মহকুমার খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছে।