সুসংহত স্বাস্থ্য অভিযান, পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সেমিনার

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর, ২০২৪: সুসংহত স্বাস্থ্য অভিযানে (ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইন) আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে জেলার প্রতিটি ব্লকে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইন শুরু করা হবে। সেমিনারে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সম্মিলিতভাবে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা সহ সারা রাজ্যকেই এইডস মুক্ত করার আহ্বান জানান। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ স্বাস্থ্যশিবির করার জন্য তিনি এইডস কন্ট্রোল সোসাইটিকে পরামর্শ দেন। সেমিনারে অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাসও আলোচনা করেন।

ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইন-এ আয়োজিত স্বাস্থ্যশিবিরে এইচআইভি রোগের বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং ব্যক্তিবিশেষে কাউন্সিলিং করা হবে৷ এইচআইভি, হেপাটাইটিস-বি ও সি সনাক্তকরণের জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হবে৷ প্রয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।

ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সেমিনারে জানানো হয় বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলায় ৬৯৪ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন। আগামী ২০৩০ সালের মধ্যে সারা দেশের সাথে ত্রিপুরাকেও এইডস মুক্ত করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করছে।

Recent Posts