অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর, ২০২৪: আত্মনির্ভর হতে রাজ্যের প্রত্যেক মহিলাকে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। আজ সন্ধ্যায় ১৯তম আঞ্চলিক সরস মেলার সমাপ্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। হাপানিয়াস্থিত আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজ ১৩দিনব্যাপী আঞ্চলিক সরস মেলা সমাপ্ত হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, মহিলারা স্বনির্ভর হলে পরিবারও আত্মনির্ভর হয়।
আমাদের রাজ্যকে ও দেশকে আত্মনির্ভর করতে হবে। তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব হবে। সমাপ্তি অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, আগের সরকারগুলির সময়ে মহিলাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে ৪ লক্ষেরও বেশি মহিলা রাজ্যে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা এখনও স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হননি তাদের আত্মনির্ভর করার জন্য স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে রাজ্যকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ইচ্ছাশক্তি থাকলে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে অবশ্যই সাফল্য পাওয়া যায়। রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাপ্তি অনুষ্ঠানে সম্মানীয় অতিথি আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার বলেন, মহিলাদের স্বশক্তিকরণ, আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে৷ ইতিমধ্যেই রাজ্যের মহিলারা বিশেষ উচ্চতায় পৌঁছে গেছেন।
বর্তমান সরকারের সময়ে আঞ্চলিক সরস মেলায় জনসমাগম, স্টলের সংখ্যা এবং বিক্রি প্রমাণ করে স্বসহায়ক দলগুলি আগের তুলনায় অনেক উন্নতি করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বিধায়ক মীনা রাণী সরকার ও বিধায়ক অন্তরা সরকার দেব। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অজিত শুক্লদাস। স্বাগত বক্তব্যে তিনি জানান, গতকাল পর্যন্ত ১৯তম আঞ্চলিক সরস মেলায় ১০ কোটি টাকারও বেশি পণ্য সামগ্রী বিক্রয় হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন।