অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর, ২০২৪: কল্যাণপুর ব্লকের দাওছড়া বাজারের নাটমন্দিরে আজ কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা হয়েছে৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ধান ক্রয় কর্মসূচির সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
কল্যাণপুর ব্লকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সহায়কমূল্যে ধান ক্রয় করা হবে৷ ব্লক থেকে কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ২৩ টাকা দরে ৯০ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল, ডিসিএম অমিত রায় চৌধুরী, ফুড কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী প্রমুখ।