ক্লাবের মধ্যে অবদান না থাকলে তাদের সমাজের মধ্যেও অবদান থাকে না, ক্লাবের মধ্যে যাওয়াটা খুব দরকার: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৪: যারা ক্লাবের সাথে যুক্ত নয় তারা বিভিন্ন সমস্যায় পড়লে ক্লাবে যায়। আর ক্লাবের মধ্যে অবদান না থাকলে তাদের সমাজের মধ্যেও অবদান থাকে না। শুক্রবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত নাইন বুলেটস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এ দিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরও বলেন, অনেকে ভাবে তারা শুধু নিজের পরিবার নিয়ে থাকবে। ক্লাবে যাবে না।

তাই সকলকে ক্লাবের মধ্যে যাওয়াটা খুব দরকার। তাহলে মানুষের আস্থা বাড়ে। প্রতি সপ্তাহে কোন একটি বিষয় নিয়ে ক্লাবের মধ্যে আলোচনা হলে সেই সমস্যাও নিরসন করা সম্ভব। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্ত দিয়ে একজন অপর একজনের রক্তের ঘাটতি পূরণ করতে পারে। রক্তের কোন বিকল্প হয় না। রক্ত দিয়ে একদিকে যেমন অন্যের জীবন বাঁচানো যায় তেমনি নিজেকেও সুস্থ রাখা যায়।

বিশেষ করে নিজের শরীরে কোনরকম ঝুঁকিপূর্ণরূপ রয়েছে কিনা সেটাও শনাক্ত হয়ে যায় রক্তদানের মাধ্যমে। তাই রক্তদান নিয়ে সকলকে উদ্ভূত করতে হবে। সকলে উৎসাহিত হলেই রক্তদানে এগিয়ে আসার প্রবণতা আরও বেশি বাড়বে। মুখ্যমন্ত্রী আরও বলেন শুধু রক্ত দান করলেই চলবে না। ব্লাড ব্যাংকের সাথে রক্ত দানের সামঞ্জস্যতা রয়েছে কিনা সেটাও দেখতে হবে। তার জন্য সরকার রক্ত সঞ্চালন কমিটি তৈরি করেছে।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাইন বুলেট ক্লাবের ফুটবল খেলা এবং সামাজিক কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, করোনা অতিমারির সময় মানুষকে সহযোগিতা করা সহ বিভিন্ন কর্মসূচি তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। পরে রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন। রুটিন মাফিক রক্তদান করার জন্য আহ্বান জানান তিনি। এদিন শিবিরে প্রায় দেড় শতাধিকের অধিক মানুষ রক্ত দান করেছেন।