অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর, ২০২৪: শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা টাউন হলে একদলীয় সভায় বলেছেন ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের নামে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছেন না। এক রাতে সাত কোটি টাকা ব্যয় করে এই প্রমো ফেস্টের আয়োজন করা হয়েছে। এবং এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীরা নেচেছেন কিনা তিনি জানেন না।
এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মন্ত্রীরা নেচেছেন কিনা জানেন না, সাত কোটি টাকা ব্যয় হয়েছে। উনার কাছে সব খবর আছে। কিন্তু আবার মন্ত্রীরা নেচেচ্ছেন কিনা সেটা তিনি জানেন না। এগুলি উনার বলা উচিত নয়, কি রকম লাগে এগুলি শুনতে! মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের কথা বলে চলেছেন।
এগুলি বলে গণতন্ত্রের অপব্যবহার করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ত্রিপুরার অগ্নিনির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি সোমবার অফিসে গিয়ে কথা বলবেন। বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়ার কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টা খুঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।