বোলেরো গাড়ির ব্যাক গিয়ার দিয়ে টমটমকে ধাক্কা, গুরুতর আহত চার

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর, ২০২৪: সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইলে অভিশপ্ত গাড়ি আহত করল বহু মানুষকে। ঘটনা সোনামুড়া খেলার মাঠে। বর্তমানে গাড়িটি পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার একটি উর্মাদ বোলেরো গাড়ি ব্যাক গিয়ার দিয়ে এসে একটি টমটমকে ধাক্কা দেয়।

তারপর টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পরবর্তী সময় আবারও টমটমটির মধ্যে এসে ধাক্কা দিয়ে রাস্তা থেকে নিচের খেলার মাঠে ফেলে দেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় চারজন। আহতরা হলেন টমটম চালক, সন্তোষ বিশ্বাস, রুমি চৌধুরী, শাহিন চৌধুরী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

তাদের মধ্যে দুজনের আঘাত মাথায় লেগেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আহতদের কাছ থেকে জানা গেছে সিসি ক্যামেরার রেকর্ড দেখে গাড়ি ও গাড়ি চালককে সনাক্ত করা হয়েছে।

Recent Posts