অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর, ২০২৪: দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিন মহিলাকে ধাক্কা দিয়ে বাইক চালক নিজেও আহত। ঘটনা বিলোনিয়া মনুরমুখ এলাকায়। আহতরা হলেন বাইক চালক বাবলু দে, পথচারী সুস্মিতা মজুমদার, ডুলু রানী মজুমদার, রীনা মজুমদার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া দমকল কর্মীরা।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্য থেকে দুই জনকে জিবি হাসপাতালে, অন্য দুই জনকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বিলোনিয়া মনুরমুখে বাৎসরিক উৎসব চলছে। এই হরিনাম সংকীর্তন শুনতে বাড়ি থেকে বের হয়ে কিছু দুর যাওয়ার সময় এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রন হারিয়ে হঠাৎ পেছন দিক থেকে পঁয়ষট্টি উর্ধ্ব বয়স্ক বৃদ্ধা মহিলা ডুলু রানি মজুমদার, ২৫ বছরের সুস্মিতা মজুমদার ও আটচল্লিশ বছরের রীনা মজুমদার ধাক্কা ছিটকে পড়ে মাথায় আঘাত পায় ও পা ভেঙ্গে যায় বাইক চালকের। তার সাথে থাকা শিশু সার্থক মজুমদার অল্প বিস্তার আহত হয়। পাশাপাশি বাইক চালক বাবলু দেও বাইক সহ রাস্তায় ছিটকে পরে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে রাতেই বিলোনিয়া হাসপাতালে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।