অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: ইংরেজী নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘সারা বিশ্বে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে উদযাপন করা হয়।
এই দিনটি বিশ্বের সর্বত্র লক্ষ লক্ষ মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। কেননা, এই দিনটি মানুষের জীবনে নতুন লক্ষ্য পূরণে অনুপ্রেরণা যোগায়, মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে ও পরম্পরার প্রতীক হিসেবে উদযাপিত হয়ে থাকে। নব সূচনার ভাবনা মানুষকে উন্নততর ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে কাজ করতে প্রেরণা যোগায়।
শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল আশা প্রকাশ করেছেন এই দিন রাজ্যবাসীর জীবনে আনন্দ, খুশি, শান্তি, সমৃদ্ধি, সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বয়ে আনবে।