বিচার করতে গিয়ে রক্তাক্ত হলেন বৃদ্ধ

অনলাইন ডেস্ক, ২ জানুয়ারী , ২০২৫: দা দিয়ে কুপিয়ে পারিপার্শ্বিক এক ব্যক্তিকে আহত করল এক মহিলা। ঘটনা‌ সাব্রুম থানার অন্তর্গত জলেফা রামজি পাড়ায়। অভিযুক্তের নাম মোহিনী নাথ। আহত ব্যক্তির নাম সুনীল নাথ। বর্তমানে আহত ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সুনীল নাথের ছেলে মিঠুন নাথ বলেন, মোহিনী নাথের দায়ের কোপে তার বাবার মুখ এবং গলায় অনেকটা জায়গা কেটে গেছে। ঘটনার সূত্রপাত হয়েছে তার ঠাকুর মার সাথে অভিযুক্ত মোহিনী নাথ দুর্ব্যবহার করতেন। এরই প্রতিবাদ জানাতে তিনি মোহিনী নাথের বাড়িতে গিয়েছিলেন। তারপরই এই ঘটনা সংগঠিত করেছে অভিযুক্ত মোহিনী নাথ।

ঘটনা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ঘটনার পর রক্তাক্ত তার বাবাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।

এদিকে মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Recent Posts