অনলাইন ডেস্ক, ২ জানুয়ারী , ২০২৫: কন্যা হারা মা-বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিতে থানার দ্বারস্থ হলেন বিধায়ক। ঘটনার বিবরণে জানা যায় ৩ জুন মেলাঘর থানা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় বৈজন্তী দেববর্মা নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী গুরুতর ভাবে আহত হয়। ২০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বৈজন্তী দেববর্মার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা বৈজন্তী দেববর্মা সহ তার মা-বাবার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে।
অপরদিকে বৈজন্তী দেববর্মার পরিবারের পক্ষ থেকে আগেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে মেলাঘর থানার পুলিশ নিরব ভুমিকা পালন করে যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার তিপ্রা মথা দলের বিধায়ক রণজিৎ দেববর্মা মৃত বৈজন্তী দেববর্মার বাবা বসন্ত দেববর্মা ও মা কৌশল্যা দেববর্মাকে নিয়ে মেলাঘর থানায় যান।
এবং অভিযুক্ত অনুপম দাস, অরুন দাস, নিশা সাহা ও মায়ারানি দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। পাশাপাশি বিধায়ক রণজিৎ দেববর্মা সিপাহীজলা জেলার ডি এস পি নুর বাহাদুর রিয়াং-এর সাথে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের শাস্তির দাবি জানান। বিধায়ক রণজিৎ দেববর্মা আশা ব্যক্ত করেন পুলিশ সঠিক তদন্ত করে কন্যা হারা মা-বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করবে।