সাব্রুমে আন্তবিদ্যালয় ভিত্তিক আচার্য জগদীশ চন্দ্র বোস বিজ্ঞান মেলা, জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী , ২০২৫: বর্তমান সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিভিন্ন বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিবাচক চিন্তাভাবনা করছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, কৃষি প্রভৃতি অপরিহার্য ক্ষেত্রগুলির উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ সাব্রুম ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তবিদ্যালয় ভিত্তিক আচার্য জগদীশ চন্দ্র বোস বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী এদিন বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিদ্যালয়ের মিড-ডে-মিল বিল্ডিং এবং অভিভাবকদের বিশ্রাম কক্ষেরও উদ্বোধন করেন। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করেছে। শিক্ষার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি চালু করেছে। অর্থমন্ত্রী বলেন, সাব্রুমের উন্নতিতে এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরী করা হয়েছে। ভারত-বাংলাদেশ সংযোগকারী মৈত্রী সেতু তৈরী করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অর্থমন্ত্রী বিজ্ঞান মেলায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের মডেলগুলি পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় ১০৬টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলায়ু মগ, সাব্রুম নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত ও বিদ্যালয়ের অধ্যক্ষ শঙ্কর সাহা প্রমুখ।