অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী , ২০২৫: শুক্রবার মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করা, রাজ্য শিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত বিদ্যালয় রাজ্য সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সে সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার সাথে জড়িত কর্মীদের অন্য কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করা, মিড ডে মিল কর্মীদের পিএফ চালু করা, মিড ডে মিল কর্মীদের ছাটাই বন্ধ করা, অবসরকালীন সময়ে ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি সহ মোট ১০ দফা দাবি উত্থাপন করে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল কুক কাম হেল্পার্স ওয়েলফেয়ার কমিটি। রাজধানীর বোধজং স্কুলের সামনে থেকে তারা একটি মিছিল সংগঠিত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই দাবি গুলি উত্থাপন করেন।
তাদের বক্তব্য রাজ্যে ১১ হাজার ১৩০ জন মিড ডে মিল কুক, কাম হেল্পার রয়েছেন। তারা বর্তমানে যে বেতন ভাতা পাচ্ছে, তা দিয়ে সংসার পরিচালনা করতে পারছে না। কারণ জিনিসপত্রের মূল্য লাফিয়ে বাড়ছে। তাই ধৈর্য হারিয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
তাদের আরো বক্তব্য কেরল, পন্ডীচেরিতে মিড ডে মিল কর্মীদের বারো হাজার টাকা করে বেতন দেওয়া হয়। একমাত্র ত্রিপুরা রাজ্যেই তাদের বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য কমিটির কনভেনার বীর কুমার দেববর্মা। পরবর্তী সময়ে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।