অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী , ২০২৫: দুর্ঘটনা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ প্রশাসন। অসাবধানতার জন্য লাগামহীনভাবে বেড়ে চলেছে দুর্ঘটনা। কেউ প্রাণ হারাচ্ছে, আবার কেউ প্রতিবন্ধী হয় পরিবারে কাধে বোঝা হচ্ছে। শুক্রবার সকাল থেকে একাধিক যান দুর্ঘটনা ঘটেছে রাজ্যে। এদিন সাত সকালে যাত্রীবাহী অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ফয়জল হক। দুর্ঘটনাটি ঘটে বক্সনগরের কুলুবাড়ি বিএসএফ ক্যাম্পের অদূরে। জানা যায় ফয়জল হক এইদিন সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।
বেহাল রাস্তার কারনে একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রন হারিয়ে ফয়জল হককে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে পরিবারের লোকজন গুরুতর ভাবে আহত ফয়জল হককে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফয়জল হককে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জল হক। মৃত ফয়জল হকের ভাইয়ের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান হতে পারে বেহাল রাস্তার কারনে অটো চালক অটোর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছেন। যার কারনে অটো ওনার কাকাকে সজোরে ধাক্কা মেরেছে। পরবর্তী সময় হাসপাতালে মৃত্যু হয় ওনার কাকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।অন্যদিকে সাতসকালে মহারাজগঞ্জ বাজারে বহিঃরাজ্যের মালবাহী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পর পর অপর দুইটি গাড়িতে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় দুইটি গাড়ি।
তবে হতাহতের কোন খবর নেই। জানা যায় বহিঃরাজ্যের AS-01EC-9671 নাম্বারের গাড়িটি মাল নিয়ে মহারাজগঞ্জ বাজারে আসে। বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে মাল আনলোড করা হয়। শুক্রবার সকালে গাড়ির চালক গাড়ি স্টার্ট করার সাথে সাথে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে মহারাজগঞ্জ বাজারে দাড়িয়ে থাকা পর পর দুইটি গাড়িতে ধাক্কা মারে। এতে গাড়ি দুইটির যথেষ্ট ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এক গাড়ির চালক জানান বহিঃরাজ্যের মালবাহী গাড়ির চালকের অসাবধানতা বসত এই দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে যাত্রীবাহী টমটম দুর্ঘটনায় আহত হল চালক সহ টমটমে থাকা সকল যাত্রী।
ঘটনা বৃহস্পতিবার রাতে কদমতলা থানাধীন মহেশপুর-ধর্মনগর সড়কে। জানা যায় একটি যাত্রীবাহী টমটমে করে অনুষ্ঠান শেষে কেটারিং-এর তিন যুবক ধর্মনগর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। কদমতলা থানাধীন মহেশপুর-ধর্মনগর সড়কে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর ভাবে আহত হয় টমটম চালক সহ টমটমে থাকা তিন যুবক। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতরা হল টমটম চালক সন্দীপ চক্রবর্তী, যাত্রী অংশু চক্রবর্তী, সন্তোষ চক্রবর্তী ও সুজন চক্রবর্তী। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন।
এইদিকে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে বিশ্রামগঞ্জ-টাকারজলা সড়কের সমতলী আমতলী এলাকায় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল ৩ জন। ঘটনার শুক্রবার দুপুরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জানা যায় TR-07-7078 নাম্বারের বাইকের সাথে TR-03L-7692 নাম্বারের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় এক মহিলা সহ দুই বাইক চালক। আহত তিন জনের মধ্যে এক জনের নাম সঞ্জয় দেববর্মা বলে জানা গেছে। আহত বাকি দুই জনের নাম জানা যায় নি।