অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: উন্নয়ন কর্মসূচি রূপায়ণে আধিকারিকদের সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাছাড়াও জনকল্যাণে রূপায়িত প্রকল্পগুলির কাজ সময়মতো সম্পন্ন করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু গতকাল উত্তর ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় একথা বলেন। পর্যালোচনা সভায় রাজ্যপাল জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন।
সভায় রাজ্যপাল জেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনা সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু প্রাণীপালনকে ভিত্তি করে জেলার একটি গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশ দেন। রাজ্যপাল বলেন, কৃষকদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। তাছাড়াও কৃষিক্ষেত্রে বহুমুখী ফসল উৎপাদনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করতে হবে।
পর্যালোচনা সভায় জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এদিন উত্তর ত্রিপুরা জেলায় এসে পৌঁছালে জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন তাঁকে স্বাগত জানান।