অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: আগামী ১৩ জানুয়ারি থেকে তীর্থমুখে অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলা৷ মেলাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আজ তীর্থমুখ মেলা প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন করবুক বিএসসি’র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা৷ সভায় বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক নন্দিতা দেববর্মা, বিধায়ক সঞ্জয়মানিক ত্রিপুরা, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা ও ডলি রিয়াং উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় তীর্থমুখ মেলা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূণ্যার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, পূণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতি বিষয়ে সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, অতিরিক্ত জেলাশাসক বিনয়ভূষণ দাস (পিপি), অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, করবুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।