অনলাইন ডেস্ক, ০৫ জানুয়ারী, ২০২৪: রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে ব্রেইল পদ্ধতির আবিষ্কারক মহামতি লুই ব্রেইলের ২১৬ তম জন্মজয়ন্তী পালন করা হয়। মহামতি লুই ব্রেইলের ২১৬ তম জন্মজয় উপলক্ষে এইদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনার আয়োজন করা হয় আগরতলা প্রেসক্লাবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এইদিন অনুষ্ঠানে দুই জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়।
পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতিদের সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন দিব্যাঙ্গ ভাই-বোনরা যেন সাধারণ বাচ্চাদের ন্যায় জীবন অতিবাহিত করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ত্রিপুরা রাজ্যে দিব্যাঙ্গদের ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। বিপিএল কিংবা এপিএল যারাই ৬০ শতাংশ দিব্যাঙ্গ তাদেরকে ত্রিপুরা রাজ্যে ভাতা প্রদান করা হচ্ছে। সম্প্রতি তিন হাজার দিব্যাঙ্গকে এক সাথে ভাতা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।