অনলাইন ডেস্ক, ০৬ জানুয়ারী, ২০২৪: সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে জিবি হাসপাতালে দুইটি অত্যাধুনিক টমটম প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টমটম দুইটির চাবি তুলে দেন জিবি হাসপাতালের এমএস-এর হাতে।
পাশাপাশি ফিতা কেটে টমটম দুইটির সুচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান তিনি সাংসদ হওয়ার পর ওনার নিকট প্রস্তাব যায় জিবি হাসপাতালে এক বিল্ডিং থেকে অপর বিল্ডিং কিংবা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়ার জন্য দুইটি টমটমের ব্যবস্থা করার জন্য।
সেই প্রস্তাব মোতাবেক তিনি নোডাল অফিসার পশ্চিম জেলার জেলা শাসকের সাথে কথা বলেন। জেলা শাসক দ্রুত সাংসদ উন্নয়ন এলাকা তহবিল থেকে অর্থ ব্যয় করে অত্যাধুনিক টমটম দুইটির ব্যবস্থা করেন। সোমবার টমটম দুইটি জিবি হাসপাতালের এমএস-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
আগামিদিনে রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে টমটম দুইটি ব্যবহার করা যাবে। এই দুইটি অত্যাধুনিক টমটম ক্রয়ের জন্য প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেও জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।