অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারী, ২০২৪: শৈবতীর্থ ঊনকোটিতে গতকাল সন্ধ্যায় ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ মেলার উদ্বোধন করে তিনি বলেন, শৈবতীর্থ ঊনকোটি যেমন এক আকষর্ণীয় পর্যটন কেন্দ্র, তেমনি পবিত্র তীর্থস্থানও।
মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনে ঊনকোটি হয়ে উঠে মানুষের মিলন মেলা৷ তিনি বলেন, ঊনকোটি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, ঊনকোটি জিলা পরিষদের সদস্য শ্যামল দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা। ২ দিনব্যাপী মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরর উদ্যোগে সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷