পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, পিএমএনআরএফ থেকে অনুদান ঘোষণা করলেন

অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, যাত্রীদের সহায়তা করতে উদ্ধারকাজ চলছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দপ্তর মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অনুদান এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন : “পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা নিকটাত্মীয়দের হারিয়েছেন তাঁদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খবর নিয়েছি। যাত্রীদের সাহায্য করতে উদ্ধারকাজ চলছে। এর পাশাপাশি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।”

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে : “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদানের কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।”