অনলাইন ডেস্ক, ১৮ জুন, ২০২৪: ইউরো কাপের অভিজ্ঞতা এবং খ্যাতির বিচারে বাকিদের থেকে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। এটাই সম্ভবত শেষ ইউরো কাপ হতে চলেছে তার। আজ শেষ হচ্ছে ইউরো কাপের প্রথম রাউন্ড।
এদিনই খেলতে নামছে পর্তুগাল। বিপক্ষ দল চেক প্রজাতন্ত্র। ৩৯ বছরের ফুটবলারের দিকেই তাকিয়ে রয়েছে পর্তুগাল। পর্তুগালের অধিনায়কও চাইবেন ট্রফি জিতে ক্যারিয়ার শেষ করতে। এই নিয়ে ছয় নম্বর ইউরো কাপ খেলতে নামবেন রোনালদো।
এই নজির আর কারো নেই। ক্যারিয়ারের শেষ ইউরোতেও রোনালদোর চোখ সেই ট্রফিতেই। তবে সেই রোনালদোই নাকি ‘পর্তুগালের দুর্বলতা’। এমনটাই দাবি করেছেন চেকের কিংবদন্তি ফুটবলার কারেল পোবোরস্কি। আমি অনেক দিন ধরেই বলে আসছি যে, পর্তুগালের সবচেয়ে বড় দুর্বলতার একটি হচ্ছে রোনালদো।