১৩ প্রতাপগড় মণ্ডলের কর্মী সমর্থকদের উদ্যোগে বিজয় উৎসব সংগঠিত

অনলাইন ডেস্ক, ২৩ জুন, ২০২৪: রবিবার বিজেপি ১৩ প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে বিজয় উৎসব সংগঠিত করা হয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সরকার গড়েছে এন ডি এ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি।

এইদিন বনকুমারী নেতাজি সংঘের মাঠে এই বিজয় উৎসব সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ বিজেপি ১৩ প্রতাপগড় মণ্ডলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।

এইদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠেন প্রদেশ বিজেপি সভাপতি। বিজেপি দলের কর্মীরা একে অপরকে গেরুয়া আবির লাগিয়ে দিয়ে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠেন।

প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য জানান বিজেপির লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রীর আসনে বসানো। বিজেপি তার লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়েছে। ত্রিপুরা রাজ্যেও বিজেপি ভালো ফল করেছে।

বিজেপির এই জয়ের কৃতিত্ব রাজ্যের মানুষের। রাজ্যের মানুষ বিজেপির উপর আস্তা রেখেছে। তাই এইদিন বিজেপি ১৩ প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।