অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৪: দীর্ঘদিন ধরে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তা সমস্যায় ভুগছে ধর্মনগর মহকুমা প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মানুষ ।
সংশ্লিষ্ট দপ্তর গুলিতে বহুবার দাবি জানানো পরেও রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ ও পানীয় জল প্রদানের কোন উদ্যোগ নেই। অবশেষে সোমবার সকাল ৯ টা থেকে প্রত্যেক রায় এলাকার রাস্তা অবরোধ করে গ্রামবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন হয়ে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। পাশাপাশি পানীয় জলের বন্দোবস্ত করারও কোন উদ্যোগ নেই দপ্তরের। যার কারণে নদীর জল একমাত্র তাদের উৎস।
পাশাপাশি রয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যা। দীর্ঘদিন এই এলাকার এলাকাবাসীরা বিদ্যুতের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করলে বিদ্যুৎ সমস্যা সমাধান করা হচ্ছে না। তাই সোমবার সকালে রাস্তা অবরোধে নামে।
রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
মানুষ বহুদিন ধরে বিদ্যুৎ পানীয় জল এবং রাস্তার সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফেটে পড়ে এদিন। তাদের দাবি অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।