অনলাইন ডেস্ক, ১১ জুলাই, ২০২৪:ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের খার্চি উৎসব মহামিলনের বার্তা বহন করে চলছে।
রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে৷ জাতি জনজাতি সকল সম্প্রদায়ের এই উৎসব এখন সর্বাত্মক মিলনমেলায় পরিণত হয়েছে।
চতুর্দশ দেবতার আশীর্বাদ রাজ্যবাসীর উপর বর্ষিত হোক। সুস্থ ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস’।