ভিকি হত্যাকান্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গুয়াহাটি থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে

অনলাইন ডেস্ক, ১১ জুলাই, ২০২৪: ভারত রত্ন সংঘের সম্পাদক খুনের মামলায় মূল অভিযুক্ত রাজু বর্মনকে গুয়াহাটি থেকে নিয়ে আসল পুলিশ আগরতলা, ১১ জুলাই: রাজধানী আগরতলা শহরের কাছে ঊষাবাজারস্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় মূল অভিযুক্ত রাজু বর্মনকে গুয়াহাটি থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরের বিমানে আগরতলায় আনা হয় তাকে৷

\এদিকে, রাজু বর্মনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ঊষাবাজার এলাকার প্রচুর সংখ্যায় লোক এমবিবি বিমানবন্দরে উপস্থিত হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন৷ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ বিমানবন্দর থেকে রাজু বর্মনকে থানায় নিয়ে যায়৷ রাজু বর্মনকে ত্রিপুরা পুলিশ বুধবার গুয়াহাটি থেকে গ্রেফতার করেছিল৷

প্রসঙ্গত, ঊষাবাজারস্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে চলতি বছরের ৩০ এপ্রিল আততায়ীরা বাড়ি থেকে ডেকে নিয়ে শালবাগান এলাকায় সন্ধ্যারাতে গুলি চালিয়ে খুন করে৷ মৃতদেহ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে আততায়ীরা৷ এই হত্যাকান্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন৷ এছাড়াও আরও কয়েকজন রয়েছে অভিযুক্ত৷ ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে প্রদ্যোৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকার সহ কয়েকজনকে আটক করেছে৷

তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মূল অভিযুক্ত রাজু বর্মন বহিঃরাজ্যে অবস্থান করছে৷ সেই মোতাবেক পুলিশ নানা জায়গায় তল্লাসি চালিয়ে অবশেষে বুধবার গুয়াহাটি থেকে গ্রেফতার করে রাজু বর্মনকে৷ এই চাঞ্চল্যকর হত্যাকান্ড নিয়ে রীতিমতো উদ্বেগ উৎকন্ঠায় ছিলেন রাজধানীর জনগণ এদিকে, ভারত রত্ন সংঘের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে৷ বিশেষ করে সিপিডব্লিওডি এর কাজে নিগোসিয়েশন বাণিজ্যের বিষয়টিও উঠে এসেছে৷

তাছাড়াও আরও অনেক অনৈতিক কর্মকান্ডের ব্লুৃপ্রিন্ট এই ভারত রত্ন সংঘ থেকে করা হয়৷ ইতিমধ্যেই পুলিশ তদন্ত করেছে এবং অভিযোগগুলির সত্যতা পেয়েছে৷ তাছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের তরফ থেকে সম্প্রতি এই ভারত রত্ন সংঘের পাকা বাড়ি ভেঙ্গে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে৷ জেল শাসাক জানিয়েছেন, এই ভারত রত্ন সংঘের পাকা বাড়ি খাস জমিতে গড়ে তোলা হয়েছে৷ পুলিশের তদন্তের পরিপ্রেক্ষিকে এই নোটিশ জারি করা হয়েছে৷ সাতদিনের সময় চলছে, তারপরই ভারত রত্ন সংঘের পাকা বাড়ি ভেঙ্গে ফেলবে প্রশাসন৷