অনলাইন ডেস্ক, ১১ জুলাই, ২০২৪: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে বুধবার।নির্বাচন ঘোষণার চব্বিশ ঘণ্টা পাড় না হতেই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গোমতী জেলার টেপানিয়া আরডি ব্লকে কংগ্রেস দলের দুই কর্মী শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হন।
এদিকে দলীয় কর্মীরা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্র গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতূত্বে যুবকরা রাধা কিশোর পুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দাবী জানানো হয় যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্ৰেপ্তার করতে হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিটন পাল বলেন, গতকাল পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। আর আজকেই গোমতী জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উত্তম পাল ও প্রশান্ত নন্দী উদয়পুর টেপানিয়া আরডি ব্লকে গিয়েছিলেন নির্বাচনের ফর্ম আনার জন্য। সেখানে শাসকদলের বেশ কিছু কর্মী তাদেরকে আক্রমণ করেছে।
এই জন্য দলীয় কর্মীরা থানায় এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্ৰহন করেছেন। দাবী জানানো হয় অবিলম্বে শাসকদলের যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।