অনলাইন ডেস্ক, ১২ জুলাই, ২০২৪: শুক্রবার বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে এস ও সি আই(সি)। অবিলম্বে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম দামে রেশনের মাধ্যমে প্রদান করা, মোবাইল রিচার্জের বর্ধিত মূল্য প্রত্যাহার করা সহ সাত দফা দাবিতে রাজধানীর বটতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের রাজ্য কমিটি সদস্য মলিন দেববর্মা জানান, সাধারণ মানুষের রুপি রোজগারের কোন পথ নেই, অন্যদিকে জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, সবজি মাছ, ডিম, দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী লাগানহীন মূল্য বৃদ্ধি ঘটেছে।
নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দল গুলি জনস্বার্থে দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। সরকারের ইতিবাচক কোন ভূমিকা না থাকায় ষ্পষ্ট হয়ে যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে অকেজু করে রেখেছে। এরই প্রতিবাদে আন্দোলনের সরব হয়েছে এস ইউ সি আই বলে জানান তিনি।