নতুন কর কাঠামোকে আরও আকর্ষণীয় করে তুলেছে সরকার

অনলাইন ডেস্ক, ২৩ জুলাই, ২০২৪: ২০২৪-২৫-এর কেন্দ্রীয় বাজেটে নতুন কর কাঠামোকে আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কোম্পানি বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করে বলেন, বেতনভুক কর্মচারী এবং পেনশনভোগীদের নতুন কর কাঠামোয় নানাবিধ আকর্ষণীয় সুবিধা এবং কর ছাড়ের সুযোগ দেওয়া হচ্ছে।
বেতনভুক কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড রিডাকশনের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নতুন কর কাঠামোয় পেনশনভোগীদের পারিবারিক পেনশনের ক্ষেত্রে ছাড়ের সীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এর ফলে, প্রায় ৪ কোটি বেতনভুক কর্মচারী এবং পেনশনার আর্থিক সাশ্রয় করতে পারবেন।
শ্রীমতী সীতারমন নতুন কর কাঠামোয় কর হারে যে পরিবর্তনের প্রস্তাব করেছেন তা নিম্নরূপ –
৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না।
৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর।
৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর।
১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ আয়কর।
১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ আয়কর।
১৫ লক্ষ টাকার ঊর্ধ্বে ৩০ শতাংশ আয়কর।
এই পরিবর্তনের ফলে নতুন কর কাঠামোয় বেতনভোগী কর্মচারীরা বার্ষিক আয় করের ক্ষেত্রে ১৭,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

PIB