ইয়েমেন উপকূলে শরণার্থীদের বহনকারী নৌকাডুবি, নিখোঁজ ৪১

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৪: বুধবার রাতে লোহিত সাগরের ইয়েমেন উপকূলে ৪৫ জন অভিবাসী এবং শরনার্থী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে মাত্র ৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আর নিখোঁজ রয়েছেন ৪১ জন।

ইয়েমেনে লোহিত সাগর উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। উদ্ধার করা গেছে মাত্র চারজনকে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে নৌকাটি ডুবে যায়। জাতিসংঘ জানিয়েছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা।