দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার কান্ডের সাথে জড়িত ধৃত পুলিশ কনস্টেবল

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৪: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। অভিযুক্ত কনস্টেবলের নাম সন্তোষ শীল। দামছড়া থানার পুলিশ কনস্টেবল তিনি।নেশা দ্রব্য পারাপারে মুখ্য ভূমিকা পালন করেছে এই পুলিশ কর্মী বলে তার বিরুদ্ধে অভিযোগ।

জানা যায়, ধৃত পুলিশ কনস্টেবল দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার কান্ডের সাথে জড়িত। পুলিশ তদন্তে নেমে তার বিরুদ্ধে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করেছে এবং চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবলকে।

ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল। সে দামছড়া থানায় কর্মরত ছিলো । গত ২২ জুলাই বিকেলে ধর্মনগর গীতা ভবন এলাকা থেকে ইয়াবা পাচারের সময় আসামের জবরুল হক সহ একটি পালসার বাইক ও কনস্টেবলের সহধর্মিণীর নামের AS 23 AG 8055 নম্বরের থার গাড়ি আটক করে‌ পুলিশ।

সেই মাদক কারবারের সাথে জড়িত ছিলো রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষ শীল। শুক্রবার ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে।