আলফা সিনেমার শুটিংয়ে ১০০ জন নিরাপত্তারক্ষী

অনলাইন ডেস্ক, ২৭ জুলাই, ২০২৪: বলিউডের প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্স ‘আলফা’-তে যুক্ত হয়েছেন আলিয়া ভাট। এ সিনেমায় প্রধান ভূমিকায় থাকবেন তিনি, আর প্রতিদ্বন্দ্বী অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে ববি দেওলকে।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকেই মুম্বাইয়ে আন্ধেরির যশরাজ স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। কোনো দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয়ে যায়, সে জন্যই ১০০ জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে প্রযোজনা সংস্থা।

এই সিনেমায় যেখানে আলিয়া ও ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার করে লড়তে দেখা যাবে।‘আলফা’ সিনেমাটি পরিচালনা করছেন শিব রাওয়েল।

সিনেমাটিতে আলিয়া ভাট ও ববি দেওল ছাড়াও থাকবেন শর্বরী বাগ। চার দিন ধরে শুটিং চলবে এই দৃশ্যের, এমনটাই জানা গেছে।