অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৪: রবিবার লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক সুদীপ সরকার, লায়ন্স ক্লাব অফ আগরতলার সভাপতি ভাস্কর দেব সহ অন্যান্যরা।
এদিন উদ্যোক্তারা আগরতলা শহরের বিমানবন্দর রোডে প্রায় তিন শতাধিক গাছের চারা রোপন করেছে বলে দাবি করেন। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, বৃক্ষরোপণ করলে চলবে না, এগুলি পরিচর্যাও করতে হবে।
এবং এই দায়িত্ব শুধু উদ্যোক্তারা নিলেই হবে না। সকলকেই এই উদ্যোগ নিতে হবে। তাহলে গাছগুলি বড় হবে এবং পরিবেশ নির্মল থাকবে বলে জানান তিনি।