আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শিবনগর মর্ডান ক্লাবের খুঁটি পূজার আয়োজন

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৪: সার্বজনীন দুর্গাপূজার আর মাত্র দু মাস বাকি। তারপর মাতৃ বন্দনায় এগিয়ে আসবে রাজ্যের সব অংশের মানুষ।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার শিবনগর মডেল ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের পক্ষ থেকে খুঁটি পূজার আয়োজন করা হয়। এবছর বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির অক্ষর ধাম মন্দিরের আদলে গড়ে উঠবে পূজো মণ্ডপ।

এই পুজো মন্ডপ গড়ে তুলবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের মৃত শিল্পী সঞ্জিত দেবনাথ। মৃৎ শিল্পী হলেন গুরোপদ পান্ডা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পূজা কমিটির সভাপতি তথা শিবনগর মডার্ন ক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার বোস। তিনি রাজ্যবাসীকে শিবনগর মডার্ন ক্লাবের আকর্ষণীয় পুজো দেখার জন্য আমন্ত্রণ জানান।