সংহতি ক্লাবের পক্ষ থেকে নয়া বিধায়ককে সংবর্ধনা

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৪: রবিবার রাজধানীর রামনগর স্থিত সংহতি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে।

এইদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের সদস্য সদস্যারা। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার সংহতি ক্লাবের সকল সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন আগরতলা পুর নিগমের মেয়রের দায়িত্বে তিনি রয়েছেন। সেই দিক থেকে ওনার উপর অনেক দায়িত্ব। তার পাশাপাশি তিনি রাম নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

সরকারের যে কোন প্রকল্পের বাস্তবায়নের জন্য জনগণের অগ্রণী ভুমিকার প্রয়োজন। তাই তিনি সরকারি প্রকল্পের বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।