প্রয়াত হলেন সিপিআইএম নেতা, দলীয়ভাবে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলো কর্মী সমর্থকরা

অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: প্রয়াত হলেন সিপিআইএম নেতা সমর আঢ্য। গত ২৪ জুলাই রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার বিকাল পৌনে পাঁচটা নাগাদ তিনি প্রয়াত হয়।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। রবিবার দলীয়ভাবে শেষ শ্রদ্ধা জানিয়ে কর্মী সমর্থকরা শেষকৃত্য সম্পন্ন করেন সিপিআইএম নেতা সমর আঢ্য -র। তিনি ভারতের ছাত্র ফেডারেশনের অন্যতম নেতা ছিলেন।

কলেজে ছাত্র সংসদে একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের চিকিৎসায় সহায়তার জন্য আগরতলায় স্টুডেন্ট হেল্প হোম গড়ে তোলার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি।

পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদীর সাংগঠনিক অনুযায়ীত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হন। তিনি সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকায় ছিলেন।

পাশাপাশি দলের শিক্ষা প্রসারে কাজের সাথে যুক্ত থেকে নিজের দায়িত্ব পালনে সচেতন ছিলেন। তারই প্রয়ানে ব্যথিত দলের কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে সমর আঢ্য -র মরদেহ নিয়ে আসা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে।

এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা।

সকলের প্রয়াত নেতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রয়াত নেতার মরদেহ নিয়ে কর্মী সমর্থকরা আগরতলা শহরে একটি শোক মিছিল সংঘটিত করে।