এক মাস পর খুমুলুঙ এক লব্য আবাসিক স্কুল পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী

অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: এক মাস পর আবারো খুমুলুঙ এক লব্য আবাসিক স্কুল পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। গত এক মাস আগে স্কুলটি অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং পরিকাঠামোক দিক দিয়ে অনেকটাই দুর্বল ছিল। মন্ত্রীর নজরে বিষয়গুলি আসার পর চোখ চরক গাছ হয়ে যায়।

মন্ত্রী বুঝতে পারেন মহাকরনের এসি রুমের বাইরে জনগণ কিভাবে আছে। তারপর তিনি বিষয়টি নিয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্তির শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কর্মীদের নির্দেশ দেন। শুরু হয় স্কুলের সঠিক পরিকাঠামো গড়ে তোলার কাজ।

রবিবার খুমুলুঙ এক লব্য আবাসিক স্কুল পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের সাথে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি একমাস আগে যখন এসেছিলেন তখন বহু অনিয়ম নজরে এসেছিল।

আজ একমাস পরে এসে দেখতে পান অনেক সমস্যার সমাধান হয়েছে। তবে কিছু ত্রুটি এখনো রয়ে গেছে। সেই সমস্ত ত্রুটি আজকের মধ্যেই সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল এবং হোস্টেল সুপারকে বলে জানান তিনি।

আরো জানিয়েছেন, স্কুলের ফলাফল আগামী দিন আরো কিভাবে ভালো করা যায় তার জন্য বৈঠক করেছেন তিনি।