অনলাইন ডেস্ক, ৩০ জুলাই 2024: মঙ্গলবার কেরালা রাজ্যের পার্বত্য এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ৫৬ জন মারা গেছে এবং আরও শতাধিক ধসে আটকে পড়ার শঙ্কা করা হচ্ছে।
চারঘণ্টার মধ্যে তিনটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে। এ তথ্য জানায় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। কেরালায় ভূমিধসে মৃত্যুতে শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুজা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে জেলা কর্তৃপক্ষ মুন্ডাক্কাই থেকে আটকে পড়াদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
এছাড়া সমস্ত সরকারি সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে বলে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ভূমিধসের কারণে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।