লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে মেয়র ও কমিশনার , বেআইনিভাবে গড়ে তোলা ঘর ভেঙে ফেলার জন্য নোটিশ জারি করা হবে

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই 2024: আগরতলা শহরের অন্যতম পুরনো বাজার লেইক চৌমুহনী বাজার। প্রতিদিন সকাল থেকে বাজারটি ব্যাপক জমজমাট থাকলেও বাজারটির মধ্যে সৃষ্টি হয়ে আছে চরম অব্যবস্থা।

এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে বাজারটি দিন দিন মুখ থুবড়ে পড়ছে। বাজারে গিয়ে মানুষ তিক্ততার অভিজ্ঞতা সঞ্চয় করছে।

বাজারে এই জড়তা কাটিয়ে তুলতে মঙ্গলবার বাজারটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।

পরিদর্শনের পর মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরের যতগুলি বাজার রয়েছে সবগুলোই বাজার যাতে ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেইক চৌমুহনী বাজারের বিরুদ্ধে একাংশ ক্রেতা ও বিক্রেতা উভয়ের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বিশেষ করে অভিযোগ ছিল সরকারি নিয়ম না মেনে ঘর তুলে ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ী।

যার ফলে স্থানীয়দের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজার। এ বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করতে পেরে অসন্তুষ্ট হন বলে জানান। তিনি আরো জানান যারা সরকারি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে ঘর নির্মাণ করেছে তাদের কারণে অরাজকতা আর বাজারের মধ্যে চলতে দেওয়া হবে না।

এ ধরনের অরাজকতা বন্ধ করা হয়েছে রাজধানীর বটতলা এবং মহারাজগঞ্জে বাজারেও। কারণ কোন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে যাতে ফায়ার ইঞ্জিন বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে সহজে প্রবেশ করতে পারে।

এর জন্য তিন দিনের মধ্যে বেআইনিভাবে গড়ে তোলা ঘর ভেঙে ফেলার জন্য নোটিশ জারি করা হবে। নাহলে সাত দিনের মধ্যে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে ঘর। পাশাপাশি বাজারের মধ্যে একটি ডাস্টবিন স্থাপন করা হবে।

যাতে যত্রতত্র আবর্জনা ফেলতে না পারে ব্যবসায়ীরা। তবে বাজারে মধ্যে কোন ধরনের অন্যায় আবদার মানা হবে না বলে জানিয়ে দেন মেয়র।

পাশাপাশি তিনি বলেন রাস্তার পাশে যারা বাজার নিয়ে বসছে তাদের জন্য ব্যবস্থা নেবে নিগম কর্তৃপক্ষ। কারণ এতে মানুষের জীবন হানি হওয়ার প্রবণতা থাকে বলে জানান মেয়র।