সেঁচের দাবিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির ডেপুটেশন

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই 2024: রাজ্যে কৃষি ক্ষেত্রে জল সেচের চরম সংকট চলছে। কৃষকরা আমনের রোয়া রোপন করতে পারছে না জমিতে। তাই জল সেঁচের দাবিতে পি ডব্লিউ ডি ( ওয়াটার রিসোর্স) -এর চিফ ইঞ্জিনিয়ার এর কাছে স্মারকলিপি প্রদান করে দাবি জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি জানান, শ্রাবণ মাস হল জমিতে আমনের রুয়া রোপন করার সময়। এবছর বৃষ্টি না থাকার কারণে জমিতে ৭০ ভাগের অধিক রোয়া রোপন করা যায়নি। এ বিষয়টি সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নজরে আসার পর সেচের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয় গোটা বিষয়টি।

দাবি করা হয় ১৫ দিনের মধ্যে যাতে জমিতে জল সেচের সমস্যার সমাধান করে জল সেচের ব্যবস্থা করা হয়। না হলে আগামী দিনে কৃষকদের বাজার থেকে চাল ক্রয় করে খেতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিক আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রতিনিধি দলে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস সহ অন্যান্যরা।