অনলাইন ডেস্ক, ৩০ জুলাই 2024: সরকারি চাকুরির প্রত্যাশা করে প্রতিদিন হাজার হাজার বেকার যুবক বয়সোত্তীর্ণ হচ্ছে। আর মন্ত্রী বাহাদুর ব্যস্ত আছেন নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক ও অরাজনৈতিক অনুষ্ঠান নিয়ে। এগুলি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে প্রতিদিন রাস্তায় নামছে বেকাররা। হাতের করে গুনছে তাদের বয়স। দিশেহারা হয়ে দপ্তরের কড়া নেড়ে আন্দোলন সংগঠিত করছে তারা। মঙ্গলবার বহু যুবক-যুবতী সঙ্ঘবদ্ধ ভাবে টিআরবিটি -র অফিসে যায়।
সেখানে টিআরবিটি -র আধিকারিকের সাথে কথা বলে দুর্বলতা খুঁজে পায় সরকারের। চাকুরীর প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের বক্তব্য, এদিন তারা টিআরবিটি অফিসে এসেছিল কেন টেট পরীক্ষা হচ্ছে না সে বিষয়ে অবগত হওয়ার জন্য। তখন টিআরবিটি -র এক আধিকারিক তাদের জানান এনসিটি -র একটি মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সে মামলার ২০২৪ সালের প্রথমদিকে নিষ্পত্তি হয়।
তারপর টিআরবিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে লিখিত দিয়ে বলা হয় তারা টেট পরীক্ষা নিতে প্রস্তুত রয়েছে, সরকার যাতে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তখন সরকার চালিয়ে দেয় সামনে লোকসভা নির্বাচন। প্রশাসনিক ব্যস্ততা চূড়ান্ত। এই মুহূর্তে পরীক্ষা গ্রহণ করা যাবে না। লোকসভা নির্বাচনের পর বিষয়টি দেখা হবে। তারপর এই বিষয় নিয়ে নির্বাচন শেষ হওয়ার পর পুনরায় রাজ্য সরকারকে অবগত করা হয়।
কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সুতরাং পরীক্ষা গ্রহণ করা যাবে না এখন। একের পর এক নির্বাচনের কারণে পরীক্ষার গ্রহণ করা হচ্ছে না। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর যাতে রাজ্য সরকারকে এ বিষয়ে অবহিত করে তার জন্য দাবী জানিয়ে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা।