অনলাইন ডেস্ক, ০২ অগাস্ট, ২০২৪: ৮ অগাস্ট পর্যন্ত ইসরায়েলের তেল আভিভ থেকে ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া । শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি মাধ্যমে এই তথ্য জানায় এয়ার ইন্ডিয়া।
বিৃবতিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত তেল আভিভ থেকে আমাদের ফ্লাইটগুলোর নির্ধারিত কার্যক্রম স্থগিত করেছি।
যাত্রীদের নিরাপত্তা প্রধান অগ্রাধিকার বলে জানায় এয়ার ইন্ডিয়া। আমরা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের যাত্রীদের সহায়তা করছি।
এই সময়ের মধ্যে তেল আভিভ থেকে ভ্রমণের জন্য বুকিং নিশ্চিত, পুনর্নির্ধারণ এবং বাতিলকরণ চার্জ এককালীন মওকুফ করার ব্যবস্থা নেয়া হবে ।