রাষ্ট্রপতি ভবনে রাজ্যপাল সম্মেলনে অংশ নিলেন ত্রিপুরার রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ০২ অগাস্ট, ২০২৪: নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের নিয়ে দু’দিনের সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিভিন্ন রাজ্যের রাজ্যপালগণ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সিইও, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সম্মেলনে সম্প্রতি চালু হওয়া তিনটি আইন, উচ্চশিক্ষা ক্ষেত্রের সংস্কার, বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি, অ্যাসপিরেশনাল জেলা, অ্যাসপিরেশনাল ব্লক, সীমান্ত এলাকা, জনজাতি এলাকাগুলির উন্নয়ন, আমার ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক বৃক্ষ মা কে নাম প্রভৃতি প্রচারে রাজ্যপালগণের ভূমিকা, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনে রাজ্যপালগণের ভূমিকা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।