স্কুল মাঠের পাশ থেকে এক যুবককের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৪: স্কুলের মাঠের পাশ থেকে উদ্ধার এক যুবককের রহস্যজনক মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠের পাশে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে প্রাতঃভ্রমণ কারীদের নজরে আসে দেহ। খবর পেয়ে তার মামার বাড়ির লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। পরিবার সূত্রে জানা যায় মৃত প্রশান্ত দাস তার করইলং স্থিত মামার বাড়িতে থাকত।

পিতা সঞ্জু দাস দীর্ঘ বছর ধরে নিখোঁজ। সে কোন এক মাংসের দোকানে কাজ করত বলে জানায় তার মামা। শুক্রবার রাতে সে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। কোন এক বাড়িতে পদ্মাপোড়ান অনুষ্ঠানেও অংশ গ্রহন করেন।

পরে রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতেই কোন এক সময় হয়তো এই ঘটনা সংঘটিত করেছে বলে ধারনা করা হচ্ছে।

পরে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঝুলন্ত দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়।

ঘটনার কারন এখনো জানা যায় নি। পুলিশি তদন্তে আসল কারন বেড়িয়ে আসবে বলেই ধারণা। এদিক ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।